
দীপককুমার দাসঃ
বুধবার খয়রাকুড়ির ওয়ে ব্রীজের পাশে বিভিন্ন জেলার প্রতিনিধিদের নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন বীরভূম ট্রাক ও ট্রিপার অপারেটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা। জাতীয় সড়কের ওপর সরকারি ওয়ে ব্রীজে আন্ডারলোড গাড়ি থেকে ২৩৬ টাকা নেওয়া বন্ধের দাবি, টাকার বিনিময়ে ওভারলোড গাড়ি পার করা বন্ধ সহ সাত দফা দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। গত অক্টোবর মাসে এই ওয়ে ব্রীজ চালু করে রাজ্য সরকার। চালু হবার পর থেকেই নানা অভিযোগ আসতে থাকে। এর প্রতিবাদে গত ১২ আগস্ট থেকে এই খয়রাকুড়ি টোল গেটের পাশে জেলার ট্রাক মালিক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা আন্দোলন করে যাচ্ছে। জেলাশাসক থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীর কাছেও সমস্যার কথা জানানো হয়েছে। গত সপ্তাহে পরিবহন দপ্তরের আধিকারিকরা এই ওয়ে ব্রীজ পরিদর্শন করেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন সুরাহা মেলেনি। তাই এবার শুধু জেলা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ট্রাক মালিক এবং সংগঠনের সদস্যদের নিয়ে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী ১১, ১২ ও ১৩ই সেপ্টেম্বর সারা পশ্চিমবঙ্গে পণ্যবাহী ট্রাক ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা ট্রাক ও ট্রিপার অপারেটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক আনাস আহমেদ জানান, রাজ্য পরিবহন দপ্তরের ২৮৭ নম্বর ধারার ১১৩ নম্বর নিয়মে বলা আছে সন্দেহজনক দেখলে সেই ট্রাককে ওয়ে ব্রীজের ভিতর নিয়ে যাওয়া যায়। কিন্তু আন্ডারলোড, ওভারলোড সমস্ত ট্রাক ও ট্রিপারকে জোর করে ওয়ে ব্রীজের ভিতর নিয়ে গিয়ে গাড়িপিছু ২৩৬ টাকা করে আদায় করা হচ্ছে। এর প্রতিবাদে এই আন্দোলন। তাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন সংগঠন। সাত দফা দাবিতে এই অবস্থান বিক্ষোভ। সমাধান না হলে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।
