
দীপককুমার দাসঃ
আজ শুক্রবার মহঃ বাজার গভঃমেন্ট স্পনসর্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর মাঠে অনুষ্ঠিত হলো বীরভূম জেলার প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজগুলির ছাত্র ছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বীরভূম জেলা প্রাথমিক সংসদের পরিচালনায় জেলা স্তরের এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজগুলির প্রায় ২০০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে।

১০০ মিটার দৌড়, লং জাম্প ও শট পাট থ্রো ইভেন্টগুলিতে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ করে। বেলা ১১ টায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ডঃ প্রলয় নায়েক ও বীরভূম জেলা পরিষদের সহ সভাপতি স্বর্ণলতা সরেণ। এদিন হকির জাদুকর ধ্যান চাঁদের জন্মদিন। তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা। তারপর মশাল প্রজ্জ্বলন ও প্রতিযোগীদের শপথ বাক্য পাঠের পর ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলি শুরু হয়। এদিন উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান ডঃ প্রলয় নায়েক, বীরভূম জেলা পরিষদের সহ সভাপতি স্বর্ণলতা সরেণ, মহঃ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাসিণী মুর্মু, মহঃ বাজার গভঃমেন্ট স্পনসর্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমলেন্দু শী প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতায় সফল প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ডঃ প্রলয় নায়েক বলেন, আজ ধ্যান চাঁদের জন্মদিন, জাতীয় ক্রীড়া দিবস। এই উপলক্ষে আজ এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। অনেকদিন ধরে এই ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ ছিল। জেলার প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজগুলির ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। খেলার মাধ্যমে সমগ্র দিকের বিকাশ ঘটানোর উদ্দেশ্যেই এই প্রতিযোগিতা। মহঃ বাজার গভঃমেন্ট স্পনসর্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমলেন্দু শী বলেন, আজ জেলার ২৮টি কলেজের প্রায় ২০০ জন ছাত্র ছাত্রী এই জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।
