
শম্ভুনাথ সেনঃ
হাসপাতালের ফলস সিলিং ভেঙ্গে পরল কর্তব্যরত নার্স দিদিমনির মাথায়। কলকাতা আর.জি.করের তরুণী চিকিৎসকের ধর্ষন ও খুনের ঘটনার পর একের পর এক নিরাপত্তাহীনতার ছবি ফুটে উঠছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। আজ ৩ সেপ্টেম্বর এমন এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো বীরভূমের সদর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। কর্তব্যরত এক নার্স দিদিমনির মাথায় আচমকা ভেঙে পরল ছাদের ফলস সিলিং। শুধুমাত্র আহত নয় আতঙ্কে ভুগছেন চিকিৎসক, নার্স সহ রোগী ও রোগীর পরিবার-পরিজনেরা।

প্রশ্ন উঠছে হাসপাতালের মত প্রতিষ্ঠানে কত নিম্নমানের নির্মাণ কাজ হলে এমন দুর্ঘটনা ঘটে!এর আগেও বেশ কয়েকবার দেওয়ালের গায়ে লাগানো টাইলস, ছাদের উপর লাগানো ফলস সিলিং খসে পরার খবর পাওয়া গেছে। এমন দুর্ঘটনায় নিরাপত্তা হীনতায় ভুগছেন সকলে। আজ ফলস সিলিং এর কিছুটা অংশ ভেঙে মাথায় পড়ায় আহত হয়েছেন হাসপাতালের ঐ কর্তব্যরত নার্স। হাসপাতালের মেডিক্যাল বিভাগের নার্সদের পোষাক পরিবর্তনের রুমে ঘটেছে এই দুর্ঘটনা। ওই সময় ওই রুমের ভেতরে ওই ওয়ার্ডের একজন কর্তব্যরত নার্স দরকারে গিয়েছিলেন। সেই সময় ওই অংশ খুলে পড়ে এই দুর্ঘটনা ঘটে।