
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই এলাকা থেকে ৪৬ বছর ধরে প্রকাশিত হচ্ছে “বীরভূম প্রান্তিক” সাহিত্য পত্রিকা। যার প্রধান সম্পাদক প্রবীণ সাহিত্যিক সুনীল সাগর দত্ত। সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে ১ সেপ্টেম্বর মুরারই ১ নম্বর ব্লকের মুক্তমঞ্চে প্রায় সারাদিন ধরে কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবর্ষ স্মরণে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক সত্যব্রত দত্ত। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি গবেষক ড.আদিত্য মুখোপাধ্যায়, বাংলা সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক ড. চৈতন্য বিশ্বাস, বীরভূম মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড.পার্থসারথি মুখোপাধ্যায়, লেখক নিতাই প্রসাদ ঘোষ সহ জেলা ও ভিন জেলার খ্যাতনামা বহু কবি ও সাহিত্যিকরা। উক্ত অনুষ্ঠানে “বিশেষ নজরুল সংখ্যা” প্রকাশিত হয়। কবি নজরুলকে নিয়ে ৪২ জন কবি সাহিত্যিকের প্রবন্ধ, গবেষণামূলক লেখা, কবিতা এই বিশেষ সংখ্যায় ঠাঁই পেয়েছে। উপস্থিত অতিথিরা কবি কাজী নজরুলের জীবন গাথা নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন। আজকের সমাজে নজরুল আজও বড় প্রাসঙ্গিক সেকথাও তুলে ধরেন বক্তারা। এই অনুষ্ঠানেই বীরভূম প্রান্তিক এর সারা বছর ধরে মুরারই, পাইকর, চাতরা ও রাজগ্রামে যে পৃথক পৃথকভাবে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিন স্থানাধিকারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বীরভূম প্রান্তিকের সহ সম্পাদক দীনবন্ধু দাস, কার্যকরী সভাপতি সাহিত্যিক ধ্বজাধারী দত্ত, গবেষক তথা অধ্যাপক অনির্বাণ জ্যোতি সিংহ, সাংবাদিক ত্রিলোকবিহারী মন্ডল, রূপনাথ রায় এমন সাহিত্যপ্রেমী ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুদীপ জয়শোয়াল ও সুরঞ্জন দাশগোস্বামী।
