
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ময়ূরেশ্বরের বাসিন্দা এক সেনা কর্মী রণিত পাত্রের অকাল প্রয়াণে জেলা জুড়ে শোকের ছায়া। সে আইটিবিপি (ইন্দো তিব্বত বর্ডার পুলিশ)তে ছত্রিশগড় রাজ্যে কর্মরত ছিলেন। ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে খবর। বেশ ক’দিন ধরেই রায়পুরের একটি হসপিটালে ভর্তি ছিলেন রণিত। গত ২ রা সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ২৮ বছর। তাঁর এই অকাল মৃত্যুর দুঃসংবাদে ময়ূরেশ্বর গ্রাম তথা এলাকার মানুষ শোকোস্তব্ধ।

ছত্তিশগড়ের রায়পুর থেকে তার মৃতদেহ দমদম বিমানবন্দরে আনা হয়। গতকাল ৩ রা সেপ্টেম্বর সন্ধ্যায় মৃতদেহ আসে বীরভূমের ময়ূরেশ্বরে। শেষকৃত্য সম্পন্ন হয় মুর্শিদাবাদ জেলার বহরমপুরের গোরাবাজারে। রণিতের বাড়িতে রয়েছে মা, বাবা, স্ত্রী সহ একটি সাড়ে তিন বছরের শিশু পুত্র। সে ময়ূরেশ্বর হাইস্কুল থেকে পড়াশোনা করে ২০১৭ সালে মাত্র ২১ বছর বয়সে সে কেন্দ্রীয় বাহিনীতে যোগ দেয়। মাত্র ৭ বছর চাকুরী জীবনের পর তার এই অকাল মৃত্যুতে তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সহ এলাকার মানুষ শোকে মুহ্যমান।