
শম্ভুনাথ সেনঃ

কলকাতা আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ নিয়ে রাজ্য জুড়ে উত্তাল পরিস্থিতি! ছাত্র-শিক্ষক, চিকিৎসক, আইনজীবী থেকে রাজনৈতিক সংগঠন এমনকি সাংবাদিক থেকে সাধারণ নাগরিক প্রতিবাদে পথে নেমেছেন। পা মিলিয়েছেন বিক্ষোভ মিছিলের। দোষীদের ফাঁসির দাবিতে স্লোগান উঠেছে সর্বত্র। বীরভূমের বিজেপির পক্ষ থেকে আজ ৪ সেপ্টেম্বর জেলা জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। খয়রাশোল, দুবরাজপুর, ইলামবাজার, সিউড়ি, মুরারই, রামপুরহাট জেলার এমন ১৯ টি ব্লকেই বিজেপির দলীয় কর্মীরা অবস্থান ধর্নামঞ্চে বিক্ষোভ দেখায়।

মুরারই দু’নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে বিজেপি পার্টির পক্ষ থেকে অবস্থান সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য বিজেপি পার্টির হেমন্ত ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মীরা।

খয়রাশোলে বিধায়ক অনুপকুমার সাহা, জেলার সাধারণ সম্পাদিকা রীতা পাল, টুটুন নন্দী, সুকুমার নন্দী, বিধানসভার কনভেনার সুখময় গঁড়াই, ব্লক কো-কনভেনার অনুপম বাগ সহ তিনটি মন্ডলের সভাপতিরা এবং দলীয় কর্মীরা বিক্ষোভে সামিল হয়।

পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির আহ্বানে তিলোত্তমার বিচারের দাবিতে এদিন দুবরাজপুর “ব্লক অফিসে ধর্না-অবস্থান” কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা নেতৃত্ব, মন্ডল নেতৃত্ব সহ দলীয় কর্মী সমর্থকরা। সমবেত কন্ঠের স্লোগান তোলেন “দফা এক দাবি এক, মমতার পদত্যাগ”।
