শম্ভুনাথ সেনঃ
একদিকে অরণ্যসম্পদ বৃদ্ধি, অন্যদিকে উষ্ণায়নের হাত থেকে পরিবেশ রক্ষা সেইসঙ্গে বনের পশু-পাখিদের খাদ্যের যোগানের নিশ্চয়তা, এমন নয়াভাবনা নিয়ে এক অভিনব পদ্ধতিতে সবুজায়নের লক্ষ্যে কাজ করে চলেছে বীরভূমের ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের “নপাড়া মহিলা কল্যাণ সমিতি”।২০১৯ সাল থেকে সংস্থার সদস্যরা এলাকায় জাম,বেল, কাঁঠাল,বড়াল, খেজুর,তেঁতুল এমন নানা বীজ সংগ্রহ করে,সেগুলো মাটি, সার,গোবর মেখে তার ভিতরে একটি করে বীজ পুরে তৈরি করে “সীড বল”। এই সীড বলগুলি ছড়িয়ে দেওয়া হয় জঙ্গলের ফাঁকা জায়গায়। বৃষ্টির জল পেয়ে সেই বীজগুলি মাটির সংস্পর্শে এসে আপন আপনি গাছ জন্মায়। কখনো বা এই সীড বল তৈরিতে হাত লাগায় স্কুলের পড়ুয়ারাও। আজ ৬ সেপ্টেম্বর মেসাঞ্জোর যাওয়ার রাস্তায় জঙ্গলের ভিতর সীড বল ছড়ানোর কাজে হাত লাগায় সমিতির সদস্যরা। এবছর তৃতীয় দফায় মোট ৮০ হাজার সীড বল প্লান্টেশন করার লক্ষ্যমাত্রা নিয়েছে বলে জানিয়েছেন সংস্থার পরিচালক চন্দন ব্যানার্জী। বীরভূমের মহম্মদবাজার ব্লকের আঙ্গারগড়িয়া ভবানন্দ হাইস্কুলের ছাত্রীদের বিনামূল্যে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করার দরুন পড়ুয়ারা ২১ হাজার সীড বল তৈরি করে দিয়েছে বলে তিনি জানিয়েছেন। সেই সীড বলগুলিকে নপাড়া এবং রামনগর গ্রামের স্বেচ্ছাসেবক উদ্যোগী এমন স্থানীয় নতুন প্রজন্মের কিছু ছেলেকে সঙ্গে নিয়ে আজ মেসাঞ্জোর যাওয়ার পথের দুপাশে ফাঁকা জায়গায় ওই সীড বলগুলি ছড়িয়ে দেওয়া হয়। নপাড়া মহিলা কল্যাণ সমিতির পক্ষ থেকে পরিচালক চন্দন ব্যানার্জির সঙ্গে সহকর্মী বিশ্বজিৎ দত্ত এবং নতুন প্রজন্মের অভিজিৎ ভল্লা, পরিমল ভল্লা,পাপ্পু ভল্লা, সোমনাথ ভল্লা, বিলাস ভল্লা, পুষ্কর বাগ্দী, শুভজিৎ দত্তরা এই সীডবল গুলিকে ছড়ানোর কাজে হাত লাগায়।