
শম্ভুনাথ সেনঃ
ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় আটকে রইল যাত্রীবাহী প্যাসেঞ্জার ট্রেন। ঘটনাটি ঘটেছে আজ ১০ সেপ্টেম্বর বীরভূমের বাঁশলৈ রেলস্টেশনের কাছে। আপ রামপুরহাট গয়া প্যাসেঞ্জার ট্রেনটির ইঞ্জিন বিকল হয় মুরারই-বাঁশলৈ স্টেশনের মধ্যবর্তী এলাকায়। প্রায় ঘন্টা খানেক ধরে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। রামপুরহাট থেকে রেলের আধিকারিকরা এসে ইঞ্জিন ঠিক করে গন্তব্যস্থলে পাঠায়। সমস্যায় পড়েন রেলের যাত্রীরা।