৭ দফা দাবির ভিত্তিতে পুজোর মুখেই ট্রাক ধর্মঘট: অবরোধে সামিল বীরভূমের ট্রাক মালিকরা

শম্ভুনাথ সেনঃ

পুজোর মুখেই আজ ১১ সেপ্টেম্বর, বুধবার থেকে ৭ দফা দাবির ভিত্তিতে টানা ৩ দিনের ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে “ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন”। বীরভূম জেলা ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন এই ধর্মঘটকে সমর্থন করে ইলামবাজার, সিউড়ি, রামপুরহাটে সকাল থেকেই পথে নেমেছে। উল্লেখ্য, আজ ১১ থেকে ১৩ সেপ্টেম্বর টানা ৭২ ঘন্টা ট্রাক ধর্মঘট সফল করতে বীরভূমেও ট্রাক মালিকরা কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন স্থানে প্রচার চালায়। সারা রাজ্যে সম্পূর্ণভাবে ওভারলোড বন্ধ, পরিবহন ক্ষেত্রে পুলিশ, ডাক পার্টি সিভিক ভলেন্টিয়ারদের রাস্তায় অত্যাচার জুলুমবাজী করা চলবে না, আন্ডারলোড গাড়ি থেকে ২৩৬ টাকা করে বেআইনি আদায় বন্ধ করতে হবে এমন ৭ দফা দাবির ভিত্তিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে ট্রাক মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, পুজোর আগেই টানা তিন দিনের এই ধর্মঘটের প্রভাব পড়বে পরিবহন ব্যবসাতে। সেই সঙ্গে সবজি, আলু সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগানেও টান পড়ার সম্ভাবনা। ফলে এই সময়ে অসাধু ব্যবসায়ীরাও খোলা বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে। এমন আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষজন। এদিকে বীরভূমের ইলামবাজারের ট্রাক মালিকরা স্থানীয় বিডিও ও থানার ওসিকে ধর্মঘটের কথা লিখিতভাবে জানিয়ে শান্তিপূর্ণভাবে অবরোধে নেমেছে। এই অবরোধ থেকে গ্যাস,ওষুধ এমন জরুরী পরিষেবার ট্রাক চলাচলে কোনো অবরোধ করা হচ্ছে না বলে জানিয়েছেন ইলামবাজার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মহম্মদ রফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *