শম্ভুনাথ সেনঃ
বীরভূমের কীর্ণাহার থেকে পর্যটকদের নিয়ে একটি যাত্রীবোঝাই বাস ১১ সেপ্টেম্বর বেলা ১০ টা নাগাদ ঝাড়খণ্ডের “দেওঘর” দর্শনের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে ম্যাসানজোর ড্যামের কাছে বাসটি দাঁড়ায়। বাসযাত্রীরা তখন অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় উল্টোদিক থেকে আসা ভুট্টা বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে ঘটে গুরুতর দুর্ঘটনা। ঘটনাস্থলেই ১ জন মহিলার মৃত্যু হয়। গুরুতর আহত হয় ১ শিশু সহ ১০ জন। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ঝাড়খণ্ড রাজ্যের পুলিশ। গুরুতর আহতদের উদ্ধার করে যথাশীঘ্র বীরভূমের সিউড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল নিয়ে আসার পর মৃত্যু হয় আরো ১ জন মহিলার। আহত এক শিশুকে সিউড়ী হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাবার সময় রাস্তায় তার মৃত্যু হয়। বাকি আহতদের চিকিৎসা চলছে সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনায় কীর্ণাহার এলাকায় নামে শোকের ছায়া। বিভিন্ন গ্রামের মানুষ এদিন এই বাসেই দেওঘর যাচ্ছিলেন বলে পর্যটকরা জানিয়েছেন।