শম্ভুনাথ সেনঃ
বর্তমানে মেয়েদের আত্মনির্ভরতার পাশাপাশি প্রয়োজন আত্মরক্ষা। আর সেই লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয়ের ছাত্রীদের জন্য “রানী লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ” প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের সফল রূপায়ণে উদ্যোগী হয়েছে বীরভূমের সিউড়ি সংলগ্ন “কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশন”। আজ ১১ সেপ্টেম্বর বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর অন্তত ৬০ জন ছাত্রীকে নিয়ে বিদ্যালয় ক্যাম্পাসে এই আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম শুরু হলো। সপ্তাহে একদিন বিদ্যালয়েরই এক প্রাক্তন ছাত্র তথা ক্যারাটে প্রশিক্ষক সুমন দাস এই প্রশিক্ষণ দেবেন। এই প্রশিক্ষণে পড়ুয়া ছাত্রীদের আত্মরক্ষার জন্য যেমন বিভিন্ন কৌশল শেখানো হবে, তেমনি সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় এই প্রশিক্ষণে ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস ও সাহসিকতা বৃদ্ধি পাবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যামিনী কান্ত সাহা জানান, আগামী সপ্তাহ থেকে অষ্টম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরাও এই প্রশিক্ষণে অংশ নেবে। বর্তমান সামাজিক পরিস্থিতিতে মেয়েদের আত্মনির্ভরতার পাশাপাশি আত্মরক্ষার প্রয়োজনীয়তা খুব জরুরী বলে তিনি অভিমত ব্যক্ত করেন।