শম্ভুনাথ সেনঃ
বীরভূমের শান্তিনিকেতনে ১১ সেপ্টেম্বর বুধবার, ফের এক স্কুল ছাত্রীর নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই ছাত্রী বীরভূমের বোলপুর পুরসভার দু’নম্বর ওয়ার্ডের দিগন্তপল্লীর বাসিন্দা। বোলপুর শিক্ষানিকেতন আশ্রমকন্যা উচ্চ বিদ্যালয়ের সে অষ্টম শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো এদিনও সে স্কুল ড্রেস পরে স্কুল যাবে বলে বেরিয়ে যায়। এরপর বিকাল পেরিয়ে সন্ধ্যার পরেও সে বাড়ি ফিরে না আসায় তার বাবা-মা চিন্তিত হয়ে পড়েন। স্কুল সূত্রে খবর ছাত্রীটি এদিন স্কুলে অনুপস্থিত ছিল। তাকে কোনও ক্লাসেই দেখা যায়নি।
এরপর ঐ ছাত্রীর বাবা শান্তিনিকেতন থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এমন অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিস। উল্লেখ্য, গত সোমবার বোলপুর সংলগ্ন প্রান্তিকের একটি নামী বেসরকারি স্কুলের হস্টেল থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়ে যায়। তার বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। এই ঘটনায় স্কুলের অভিযোগের প্রেক্ষিতে অতি তৎপরতায় শান্তিনিকেতন থানার পুলিস জোর তল্লাশি শুরু করে। এবং শেষ পর্যন্ত ঐ ছাত্রীকে রামপুরহাট এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয়। মা-বাবার জন্য মন খারাপের কারণেই সে তার বাড়ির উদ্দেশ্যে হস্টেল থেকে পালিয়েছিল। এদিকে বোলপুর আশ্রমকন্যা উচ্চ বিদ্যালয় ছাত্রীটির আজ ১২ সেপ্টেম্বর খোঁজ পেয়েছে পুলিশ। বর্তমানে তাকে হোমে রাখা হবে বলে সূত্রের খবর।