বিশ্বভারতীতে পাঠরত এক বাংলাদেশী পড়ুয়ার ভারত বিদ্বেষী পোস্ট ঘিরে বিতর্ক: কর্তৃপক্ষকে প্রতিবাদী আবেদন প্রাক্তনীদের

শম্ভুনাথ সেনঃ

কবিগুরুর বিশ্বভারতীতে পাঠরত এক বাংলাদেশী পড়ুয়ার সোশ্যাল মিডিয়ায় ভারত বিদ্বেষী পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে। প্রতিবাদের ঝড় উঠেছে বর্তমান পড়ুয়া প্রাক্তনীদের সঙ্গে সাধারণ মানুষের। ভারতবর্ষে কবিগুরুর বিশ্বভারতীতে পড়তে এসে ভারত বিদ্বেষী পোষ্ট করার সাহস হয় কি করে? এ প্রশ্নও তুলেছেন অনেকেই! উল্লেখ্য, গত ২১ আগস্ট ভারত বিদ্বেষী মূলক সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে বিশ্বভারতীতে পাঠরত সঙ্গীত ভবনের ঐ বাংলাদেশী পড়ুয়া রিপন সরকার। আর এই অভিযোগ তুলে সরব হয়েছে বিশ্বভারতীর প্রাক্তনী ও রাষ্ট্রবাদী সচেতন নাগরিক সহ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজনেরা। তাদের অভিযোগ সদ্য বাংলাদেশে বন্যায় ফেনী শহর ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জন্য দায়ী ভারত, এটা সবৈব মিথ্যা কথা এবং একটি অপপ্রচার। ভারতকে কলুষিত করার জন্যই এই পোষ্ট। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট শেয়ার করে বিশ্বভারতীতে পাঠরত বাংলাদেশের এই ছাত্র বিতর্কে জড়িয়েছেন। আর তাতেই ক্ষুদ্ধ হয়েছেন বিশ্বভারতীর প্রাক্তনী সহ বিশ্বভারতীর শুভ চিন্তকরা। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে “ভারত বিরোধী এই পোস্টের জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ছাত্রটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গত ১২ সেপ্টেম্বর লিখিত অভিযোগ পত্র জমা দেন। উপস্থিত ছিলেন প্রাক্তনী অভিমুন্য মাল, রাজেশ সাহানী সহ আরো অনেকেই। এই ধরনের ভারত বিদ্বেষী মনোভাব ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। ৭ দিনের মধ্যে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নিলে তাদের তরফে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *