শম্ভুনাথ সেনঃ
কলকাতা আর.জি. কর কাণ্ডে উত্তাল সারা রাজ্য, সারা দেশ। এই ঘটনা থেকেই শিক্ষা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বীরভূম জেলা পুলিশ প্রশাসন ১২ সেপ্টেম্বর বোলপুর মহকুমা হাসপাতাল পরিদর্শনে আসেন। এ তথ্য জানিয়েছেন হাসপাতাল সুপারিনটেনডেন্ট ডাঃ দিবাকর সর্দার। বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা এদিন হাসপাতাল পরিদর্শন করেন। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখেন।
আর.জি.কর কাণ্ডের পর এখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনটি শিফটে ১৫ জন মহিলা কর্মী সহ কড়া নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশ কর্মীরা। তবে মহিলা নিরাপত্তা আরো জোরদার করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে দাবি জানিয়েছেন। পরিদর্শনকালে পুলিশ প্রশাসনের আধিকারিকরা হাসপাতালের প্রশাসনিক কর্তৃপক্ষ ও বেসরকারি নিরাপত্তা এবং হাসপাতালে কর্মরত পুলিশ সদস্যদের সাথে মত বিনিময় করেন তারা। অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। স্টাফ এবং রোগী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সেই সঙ্গে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার জন্য এদিন হাসপাতাল কর্তৃপক্ষকে বার্তা দেওয়া হয়।