সিবিআই পরিচয়ের হুমকিতে শান্তিনিকেতনের এক সংগীত শিল্পী সাইবার প্রতারণার শিকার: খোয়ালেন সাড়ে পাঁচ লক্ষ টাকা

শম্ভুনাথ সেনঃ

সিবিআই পরিচয়ে হুমকি দিয়ে এক নামী সংগীত শিল্পীর কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতারণা করলো সাইবার প্রতারকরা।ঘটনাটি ঘটেছে গত ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার বীরভূমের শান্তিনিকেতনের পূর্বপল্লীতে। এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত বিশ্বভারতীর সংগীত ভবনের এই প্রাক্তন ছাত্রী তথা সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক। নতুন ধরণের এই অপরাধের বিষয়টি জানাজানি হতেই শান্তিনিকেতনে তীব্র চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। উল্লেখ্য, এই শিল্পীর নিজের বাড়ি আসানসোল হলেও কর্মসূত্রে তিনি থাকতেন শান্তিনিকেতনের পূর্বপল্লীর একটি ভাড়াবাড়িতে। যেদিন ঘটনাটা ঘটে সেদিন তিনি বাড়িতে একা ছিলেন। তিনি জানান, ঐ দুষ্কৃতীরা তাকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রায় গোটা দিন হোম অ্যারেস্ট করে রেখেছিল। শেষ পর্যন্ত তাকে ও তাঁর বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে অনলাইন মাধ্যমে সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতারণা করে সাইবার দুষ্কৃতিরা। সুনিধি নায়েক বিশ্বভারতীর সঙ্গীত ভবনে রবীন্দ্র সঙ্গীত নিয়ে পড়াশোনা করেন। তিনি সুকণ্ঠের অধিকারী। তার সুরেলা কন্ঠের কারণে দেশ-বিদেশে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। ঘটনার দিন মঙ্গলবার‌ বিকালে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। তাকে হুমকির সুরে বলা হয় “সিবিআই থেকে বলছি আপনার বিরুদ্ধে ব্যাংকিং আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। ভিডিও কলের মাধ্যমে আপনাকে হোম অ্যারেস্ট করা হলো। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আপনার উপর নজরদারি চালাচ্ছে। চালাকি করলেই বিপদ। আপনাকে ও আপনার বাবা নিধিরাম নায়েককে প্রয়োজনে প্রাণনাশ করতেও আমরা পিছপা হবো না, আসানসোলের বাড়ির সামনেও আপনার বাবার উপর নজরদারি চালানো হচ্ছে”। এই কথাগুলি শুনে একলা থাকা সুনিধি আতঙ্কিত ও হতভম্ব হয়ে পড়েন। এরপর অসহায়তার সুযোগ নিয়ে অ্যাকাউন্টে যত টাকা আছে সমস্ত পাঠানোর জন্য তাকে নির্দেশ দেয় দুষ্কৃতীরা। ‌ কী করবেন বুঝে উঠতে না পেরে দুষ্কৃতীদের কথামতো তার অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা তাদের দেওয়া অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দেন তিনি। ‌টাকা পেতেই যোগাযোগ বিচ্ছিন করে দেয় দুষ্কৃতীরা। পরে স্থানীয় বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে শান্তিনিকেতন থানায় গভীর রাতে তিনি অভিযোগ জানান। এমন অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট নাম্বারগুলিতে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *