গণপুর পঞ্চায়েত বিজেপির হাতছাড়া, সদস্যদের যোগ তৃণমূলে

দীপক কুমার দাসঃ

শনিবার বিকেলে মহঃবাজার কমিউনিটি হলে মহঃবাজার ব্লকের বুথ সভাপতিদের সম্মেলনে গণপুর পঞ্চায়েতের ছয় বিজেপি সদস্য যোগ দেন তৃণমূলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিউড়ির বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়। সাত সদস্য বিশিষ্ট গণপুর পঞ্চায়েত পঞ্চয়েত ভোটে শুভ্রাংশু চৌধুরীর নেতৃত্বে দখল নিয়েছিল বিজেপি। ছয়টি আসনে জয়ী হয়ে বিজেপি বোর্ড গঠন করে। কয়েক মাস আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সেই শুভ্রাংশু চৌধুরী ওরফে খোকন চৌধুরী। আর এক সপ্তাহ আগে বোলপুরে জেলা মিটিং এ মহঃবাজার ব্লক সভাপতি পদে শুভ্রাংশু চৌধুরীকে দ্বায়িত্ব দেওয়া হয়। তৃণমূলের জন্মলগ্ন থেকে মহঃবাজার ব্লকের সভাপতি ছিলেন তাপস সিনহা। ব্লকের সভাপতি বদলের পর এদিন মহঃবাজার কমিউনিটি হলে বুথ কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন নতুন দ্বায়িত্বপ্রাপ্ত ব্লক সভাপতি ছাড়াও বিকাশ রায় চৌধুরী, আশীষ বন্দ্যোপাধ্যায়, সুনীল সরেন, দেবাশীষ সাহা, মলয় মুখোপাধ্যায়, ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ মুখার্জী, শম্পা যাহারা, রাজারাম ঘোষ প্রমুখ। এদিন গণপুর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বিজেপির ছয় সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় গণপুর পঞ্চায়েত তৃণমূলের দখলে এলো। এদিন হলভর্তি দলীয় কর্মীদের একসাথে চলার বার্তা দেন বক্তারা। প্রচুর কর্মী উপস্থিত থাকলেও দেখা যায়নি সদ্য প্রাক্তন ব্লক সভাপতি তাপস সিনহাকে। আগামী সোমবার বিকেলে মহঃবাজারে একশো দিনের কাজে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে বলে এই সভামঞ্চ থেকে ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *