সেখ রিয়াজুদ্দিনঃ
১৪ সেপ্টেম্বর শনিবার জাতীয় লোক আদালত বসে জেলা সদর সিউড়ী, রামপুরহাট ও বোলপুর আদালতে। মোট ৮৫০০ টি মামলা জমা পড়ে। এরমধ্যে ৫৮০০ টি মামলার নিষ্পত্তি হয়। মামলা সমূহের মধ্যে ছিল ব্যাঙ্ক, বি এস এন এল, ইলেকট্রিসিটি, মোটর দূর্ঘটনা জনিত মামলা ও অন্যান্য সিবিল মামলা ইত্যাদি উঠে আসে এদিনের জাতীয় লোক আদালতে। দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলা গুলি একদিনেই লোক আদালতে মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। যার দ্বারা সাধারণ মানুষ ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ উভয়েই উপকৃত হলো।
আজ প্রায় ১০ কোটি টাকা আদায় হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির নির্দেশে সারা দেশেই এবছরের মতো আজ তৃতীয় জাতীয় লোক আদালত বসেছিলো। পশ্চিমবঙ্গ রাজ্য আইনী পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় পশ্চিমবঙ্গের সব জেলা ও মহকুমা আদালতে বসে লোক আদালত। শনিবার বীরভূমের সিউড়ী, বোলপুর ও রামপুরহাট আদালত মিলিয়ে মোট ২০ টি বেঞ্চ বসে। সেখানে জিআর, এনজিআর,ব্যাঙ্কের অনাদায়ী ঋণ আদায় ও মামলার নিষ্পত্তি, এমভি এাক্ট, ডিএম এ্যাক্ট, ইলেকট্রিক, টেলিফোন বিল সংক্রান্ত সহ একাধিক মামলার নিষ্পত্তি হয়। জরিমানা বাবদ আদায় হয়েছে প্রায় দশ কোটি টাকা বলে জানা গেছে ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি সূত্রে। শনিবার জাতীয় লোক আদালত চলায় এদিন সকাল থেকেই সিউড়ী আদালত চত্বরে ভীড় ছিল চোখে পড়ার মতো। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারন মানুষ তাদের মামলার নিষ্পত্তি করতে পেরে খুশী হয়েছেন। সিউড়ী সহ বোলপুর ও রামপুরহাট আদালতে ছিলো বিশেষ পুলিশি ব্যাবস্থা। ভীড় সামাল দিতে পুলিশ কর্মীরাও ছিলেন তৎপর। সিউড়ি আদালত চত্বর এলাকায় তত্ত্বাবধানে ছিলেন বীরভূম জেলা জজ আরতী শর্মা রায় এবং বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক। এছাড়াও ছিলেন পার্শ্ব আইনী সহায়ক মহম্মদ রফিক সহ অন্যান্য পার্শ্ব আইনী সহায়কগন।