লটারিতে এক কোটি টাকা পেয়ে ভাগ্য ফিরলো বীরভূমের নলহাটির এক দিনমজুরের

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের নলহাটি থানার ভেলিয়ান গ্রামের বাসিন্দা আনিকুল শেখ। পেশায় একজন দিনমজুর। তবে লটারিতে ১ কোটি টাকা পেয়ে ভাগ্য ফিরল এই দিনমজুরের। গত ১৩ সেপ্টেম্বর সকালে নলহাটি থানার শ্রীপুর মোড়ে একটি লটারির দোকান থেকে মাত্র ৩০ টাকার একটি লটারি টিকিট কাটেন তিনি। কিন্তু দুপুর ১টার সময় সেই লটারি খেলায় ভাগ্যচক্রে তার জীবনে আসে এক বড় পরিবর্তন। লটারির প্রথম পুরস্কার হিসেবে তিনি এক কোটি টাকা জিতেছেন। তার লটারি প্রাপ্তির সংবাদ শুনে ১৪ সেপ্টেম্বর সকালে তিনি নলহাটি থানায় হাজির হন। থানায় উপস্থিত হয়ে লটারি জেতার বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় আইনগত সহায়তার অনুরোধ জানান তিনি। নলহাটি থানার আধিকারিকরা আনিকুলের লটারির টিকিট যাচাই করে তাকে আইনি প্রক্রিয়ার বিষয়ে অবহিত করেন। পুরস্কারের অর্থ পেতে যা যা প্রয়োজন তা ব্যবস্থা করার আশ্বাস দেন। আনিকুলের মতো সাধারণ একজন দিনমজুর মাত্র ৩০ টাকার বিনিময়ে এক কোটি টাকা লটারি পাওয়ার সংবাদে গ্রামবাসীর মধ্যে আলোড়ন সৃষ্টি করে। এমন খবরে গোটা গ্রাম উচ্ছ্বসিত। আনিকুল জানিয়েছেন, পুরস্কারের অর্থ দিয়ে পরিবারের উন্নতির পাশাপাশি গ্রামের উন্নয়নে কিছু অবদান রাখারও ইচ্ছা রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *