
শম্ভুনাথ সেনঃ
শান্তিনিকেতন সহ পার্শ্ববর্তী এলাকায় পর্যটক থেকে শুরু করে পথচারী, ব্যবসাদার থেকে ছাত্র-ছাত্রী এমনকি সাধারন মানুষের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতে বোলপুর জেলা পুলিশ শুরু করেছে উইনার্স টিম। এই টিম প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত্রি ১১ টা পর্যন্ত এলাকায় এলাকায় স্কুটি নিয়ে রাউন্ড দেবে বীরভূম পুলিশের ১১ জন লেডি ব্ল্যাক কমান্ডো। তাদের কন্ট্রোল রুমের নাম্বারটি হল ৮০০১৪৯৫০০০।

এই “উইনার্স টিম” অভিযোগ পেলে নিরাপত্তা দিতে ছুটে যাবেন বীরভূমের কঙ্কালীতলা থেকে দুবরাজপুর বক্রেশ্বর সহ অন্যান্য পর্যটন ক্ষেত্রগুলিতেও। ৮০০১৪৯৫০০০ এই নম্বরে ফোন করলেই হাজির হবে এই টিমটি। সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে নিরাপত্তা দিতেই সদা সজাগ থাকবে বীরভূম পুলিশ। এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। গত সপ্তাহে শান্তিনিকেতনে টুরিস্ট পুলিশ চালু করা হয়েছে। উদ্বোধন করা হয়েছে সাইবার সেল। সাধারণ মানুষের স্বার্থে যথেষ্ট কাজ করছে এবং ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।