ভাগলপুর-হাওড়া “বন্দে ভারত এক্সপ্রেস” ট্রেনের সূচনা: বীরভূমের রামপুরহাট ও বোলপুর শান্তিনিকেতন স্টেশনে স্টপেজ

শম্ভুনাথ সেনঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ১৫ সেপ্টেম্বর রাঁচি বিমানবন্দর থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মোট ছয়টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করেছেন। তার মধ্যে অন্যতম একটি হলো ভাগলপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেন ছুটবে বীরভূমের উপর দিয়ে। ট্রেনটি বিহারের ভাগলপুর থেকে ছেড়ে ঝাড়খণ্ডের দুমকা এবং পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন হয়ে হাওড়া পৌঁছাবে। প্রধানমন্ত্রী সবুজ পতাকা নেড়ে শুভ সূচনা করার পরেই বন্দে ভারতকে স্বাগত জানাতে রেল কর্তৃপক্ষের তরফে বীরভূমের রামপুরহাটে মঞ্চ বেঁধে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামপুরহাট রেলস্টেশনে বন্দে ভারত ট্রেনকে স্বাগত জানাতে এই অনুষ্ঠানে উপস্থিত হন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূমের দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা, বীরভূমের বিশিষ্ট সমাজসেবী ধ্রুব সাহা, রশ্মি দে সহ এলাকার সাধারণ মানুষজন। এদিন রামপুরহাট রেলস্টেশনে বিকেল ৪.২০ মিনিটে এসে পৌঁছায় ভাগলপুর- হাওড়া বন্দে ভারত ট্রেন।রামপুরহাট স্টেশনের এক নম্বর প্লাটফর্মে এসে পৌঁছানোর পরে ট্রেন চালকদের মাল্যদান ও চন্দনের তিলক পরিয়ে স্বাগত জানানো হয়। ৪.৩৫ মিনিটে রামপুরহাট রেলস্টেশনে রেলের আধিকারিকরা রামপুরহাট রেল স্টেশনে বন্দে ভারতকে সবুজ পতাকা দেখানোর পর হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। এই ট্রেনটিকে বোলপুর শান্তিনিকেতন স্টেশনেও একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *