বীরভূমের জাতীয় সড়কে বক্রেশ্বর ব্রীজ যেন মরণফাঁদ: চলছে ঝুঁকি নিয়ে পারাপার

শম্ভুনাথ সেনঃ

১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের দুবরাজপুর ব্লকে বক্রেশ্বর নদীর উপর ব্রীজটি এমনিতেই বহু পুরনো ব্রীজ। বীজের উপর দিয়ে জাতীয় সড়ক নির্মাণ হলেও ব্রীজ সেই পুরনোই। দীর্ঘদিন ধরে তালি তাপ্পা দিয়েই হচ্ছে চলাচল।

তার উপর তিনদিনের অবিরাম বৃষ্টিতে ব্রীজের উপর জল জমে বেহাল দশা। প্রত্যেকদিন কয়েক হাজার ট্রাক,বাস, লরি,ট্যাক্সি চলাচল করে এই ব্রিজের উপর দিয়েই। অথচ সেই রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের উপর বক্রেশ্বর ব্রীজ কার্যত এখন মরণফাঁদ। জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত।যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। হুঁশ নেই প্রশাসনের। বারংবার এই ব্রীজের চিত্র, সংবাদ উঠে এসেছে খবরের শিরোনামে।

মাস দুয়েক আগে কিছুটা সংস্কার হলেও তা ছিল ক্ষণস্থায়ী। ফলে ধন্দে রয়েছে সকলেই। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে যানবাহন,পার হচ্ছেন যাত্রীরা। সেই চিত্র ধরা পড়েছে নয়াপ্রজন্মের ওয়েবসাইটের পাতায়। আদৌ কি হুঁশ ফিরবে প্রশাসনের! এমন প্রশ্ন চিহ্ন ঘুরপাক খাচ্ছে এলাকার মানুষের মনে।

ছবি ও ভিডিও: নিতাই চক্রবর্তী, চিনপাই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *