শম্ভুনাথ সেনঃ
দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও নির্দিষ্ট সূচী মেনেই ১৫ সেপ্টেম্বর বীরভূমের রামপুরহাটে অনুষ্ঠিত হলো সিআইটিইউ অনুমোদিত “রামপুরহাট পিএসসি স্লিপার লিমিটেড ওয়ার্কার্স ইউনিয়নে’র” ১৮ তম সম্মেলন। সম্প্রতি প্রয়াত কমরেড ব্রজ মুখার্জি নগর (রামপুরহাট) ও কমরেড মতিউর রহমান মঞ্চে এই সম্মেলনর উদ্বোধন করেন সিআইটিইউ বীরভূম জেলা সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী। এই সম্মেলনে ইউনিয়নের ১২০ জন সদস্য উপস্থিত ছিলেন। উদ্বোধক দীপঙ্কর চক্রবর্তী বলেন রাজ্য ও দেশের সরকার শ্রমিক বিরোধী নীতি গ্রহণ করে চলেছে। ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে এর বিরুদ্ধে লড়াই, আন্দোলন চালিয়ে যেতে হবে। শ্রমকোডের নামে শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে সরকার।এক শ্রেণীর মানুষের হাতে সম্পদের পরিমান বাড়ছে অন্যদিকে গরীব মানুষ হচ্ছে আরো গরীব। এক জটিল ও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি। আগামীদিনে এর মোকাবিলায় সুশৃঙ্খলভাবে সংগঠন গড়ে তুলতে হবে। যারা এখনো এই সংগঠনের বাইরে আছেন, আগামীদিনে শ্রমিকদের স্বার্থে তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়া এদিন এই সম্মেলনে বক্তব্য রাখেন সঞ্জীব মল্লিক,অমিতাভ সিং, খুরশেদ আলম, সৌরভ সেখ প্রমুখ। সম্মেলন শেষে খসড়া প্রতিবেদন পেশ করেন সিরাজুল ইসলাম।প্রতিবেদনের উপর ৫ জন আলোকপাত করেন। সন্মেলন থেকে ২৫ জনের নতুন কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন অমিতাভ সিং ও সম্পাদক নির্বাচিত হন আব্দুল বারী।