লিভার ক্যান্সার বিষয়ে সচেতনতা শিবির বীরভূমের সিউড়ীতে

শম্ভুনাথ সেনঃ

লিভার ক্যান্সার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধ মূলক সচেতনতা গড়ে তুলতে গ্রামীণ স্বেচ্ছাসেবী স্বাস্থ্য সেবকদের নিয়ে আজ ১৯ সেপ্টেম্বর বীরভূমের সিউড়িতে একটি স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উল্লেখ্য, সারা বিশ্বে প্রায় প্রতি বছর অন্তত ১০ লক্ষ মানুষ মারা যায় লিভার ক্যান্সারে। লিভার ক্যান্সার প্রতিরোধের একটি কার্যকরী উপায় হলো হেপাটাইটিস বি ও সি সংক্রমণের দ্রুত শনাক্তকরণ ও তার চিকিৎসা করানো। গ্রামীণ এলাকাগুলিতে লিভার ক্যান্সার প্রতিরোধে “দ্য সেভিয়ার” নামে এক উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন বীরভূমের সিউড়ী পৌরসভার অন্তর্গত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ১৫০ জন স্বেচ্ছাসেবী গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের নিয়ে হেপাটাইটিস বি ও সি প্রতিরোধ করার উদ্দেশ্যে বীরভূম স্বাস্থ্য বিভাগ লিভার ফাউন্ডেশনের সহযোগিতায় হেপাটাইটিস স্ক্রিনিং এর ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রত্যন্ত গ্রামে বেশীরভাগ মানুষকে এই প্রাথমিক স্বাস্থ্য পরিষেবকদের উপর ভরসা করতে হয়। এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন ফাউন্ডেশনের সদস্য তথা সিউড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ শৈবাল মজুমদার।

ছবি : মোহাম্মদ আমিন নাসীদ, সিউড়ি বীরভূম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *