সাংগঠনিক আলোচনা ও কারামন্ত্রীকে সংবর্ধনা প্রদান, খয়রাশোল ব্লক তৃণমূলের

সেখ রিয়াজুদ্দিনঃ

সম্প্রতি জেলার বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মুকুটে ফের একটি পালক জুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বাড়তি দায়িত্ব হিসেবে কারামন্ত্রীর দায়িত্ব পান। সেই প্রেক্ষিতে জেলার বিভিন্ন স্থানে ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে কারামন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। সেরূপ বৃহস্পতিবার খয়রাশোল ব্লক তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় ব্লকের দলীয় কার্যালয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে পুষ্পস্তবক, শাল সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। পাশাপাশি একই মঞ্চ থেকে ব্লক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি অঞ্চল ধরে ধরে সাংগঠনিক বৃদ্ধি এবং সকলকে নিয়ে চলার বার্তা দেওয়া হয় এদিনের সভা থেকে। খয়রাসোল ব্লক চার জনের যে কোর কমিটি তাদের বোঝাপড়া এবং সকলকে নিয়ে চলার প্রেক্ষিতে এইবার লোকসভা ভোটে খয়রাসোল ব্লক থেকে তৃণমূল কংগ্রেস ভোটে লিড পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার প্রতিটি পঞ্চায়েতকে পাঁচটি করে পাকারাস্তা উপহার দিতে চলেছেন। খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়াকরণ শুরু হয়ে যাবে। সেই সাথে রাস্তা সংস্কারও হবে বলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বক্তব্যে উল্লেখ করেন। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃনাল কান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে প্রমুখ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *