শম্ভুনাথ সেনঃ
আর.জি.করের বিচার চেয়ে ডি ওয়াই এফ আই এর উদ্যোগে বীরভূমের রামপুরহাটে শুরু হয়েছে গণস্বাক্ষর অভিযান। এই অভিযানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এদিন সিবিআইকে নিশানা করে হুঁশিয়ারি দিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জী। আজ ২১ সেপ্টেম্বর বীরভূমের রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে একটি দলীয় কর্মসুচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। পাশাপাশি অনুব্রত মণ্ডলের জামিন পাওয়ার ঘটনায় তিনি বলেন, চোরদেরকে যারা স্বাগত জানান তারা চোরদের সাগরেদ হন। আর চোরদের সাগরেদরা যখন উৎসবে মাতেন তখন সাধারণ মানুষজনদের খুব বিপদ। তিনি আরো বলেন, রাজ্যের মানুষ আজ চল্লিশটা দিন ধরে রাস্তায় আছে, এরপরেও যদি শাসক মনে করে প্রতিবাদ হচ্ছেনা, তাহলে এই শাসকের লজ্জা করা উচিৎ। এদিন বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনার বিচার চেয়ে গণস্বাক্ষর সংগ্রহ সভা ছিল। সেই সভায় উপস্থিত থেকে ডিওয়াই এফ আই এর দলীয় সদস্যদের সাহস যোগান রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জী।