
দীপককুমার দাসঃ
২২ সেপ্টেম্বর সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো নব ঊষা নৃত্যম্ কলাকেন্দ্রমের বার্ষিক অনুষ্ঠান। অতিথি বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণের পর শুরু হয় মূল অনুষ্ঠান। রাধা কৃষ্ণের অমর প্রেম কাহিনী নিয়েই “বৃন্দাবন লীলা” নৃত্য পরিবেশিত হয়। এরপর ফিউশন, লোকনৃত্য, ধ্রুপদী নৃত্যে অংশ নেয় এই সংস্থার নৃত্য শিল্পীরা।

পরিশেষে স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ মঙ্গল পান্ডের উপর একটি নৃত্য নাট্য পরিবেশিত হয়। এদিন নব ঊষা নৃত্যম্ কলাকেন্দ্রমের কর্ণধার তথা নৃত্য প্রশিক্ষিকা দেবযানী দত্তের নৃত্য পরিচালনায় প্রায় ৯০জন নৃত্য শিল্পী এদিনের নৃত্যানুষ্ঠান এ অংশ নেন। অনবদ্য নৃত্যশৈলী, সমবেত তাল ছন্দে দর্শকদের মুগ্ধ করেন শিল্পীরা।
