ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্বভারতীর কলাভবনে প্রদর্শনী শুরু হল

শম্ভুনাথ সেনঃ

ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন (সিবিসি) এর উদ্যোগে এবং বোলপুর বিশ্বভারতীর সহযোগিতায় কলাভবনের নন্দন আর্ট গ্যালারিতে আজ ২৪ সেপ্টেম্বর থেকে চার দিনের জন্য শুরু হয়েছে এক অভিনব প্রদর্শনী। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে বর্তমান সময়ের বিভিন্ন সমস্যা, কর্মক্ষেত্রে যৌন হয়রানি থেকে শুরু করে পুষ্টি মাস, বর্জ্য ব্যবস্থাপনা সাইবার অপরাধ এর মত বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের জনহিতকর বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা বিষয়ে মানুষকে সজাগ করার লক্ষ্যে এই অভিনব প্রদর্শনীর আয়োজন।

বিশ্বভারতীর কলাভবন নন্দন আর্ট গ্যালারিতে এই প্রদর্শনী চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত প্রদর্শনী হল খোলা থাকবে। আজ ২৪ সেপ্টেম্বর বিকেলে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক বিনয় সোরেন। উপস্থিত ছিলেন ডিজি বিজয় কুমার রেড্ডি সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্র-ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *