বীরভূমের ইলামবাজার কবি জয়দেব মহাবিদ্যালয়ে “বাংলার বাউল বাঙালির সংস্কৃতি” শীর্ষক আলোচনা সভা

শম্ভুনাথ সেনঃ

পশ্চিমবঙ্গ বাউল একাদেমী, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বীরভূমের কবি জয়দেব মহাবিদ্যালয়ের যৌথ আয়োজনে আজ ২৮ সেপ্টেম্বর কলেজের সভাকক্ষে “বাংলার বাউল ও বাঙালির সংস্কৃতি” শীর্ষক একটি মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন ইলামবাজার কবি জয়দেব মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ডঃ মহাদেব দেওয়াশী, ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার, বীরভূম জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার, ইলামবাজার থানার ওসি দেবাশিস পণ্ডিত সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও বাউল শিল্পীরা এবং কলেজের ছাত্র-ছাত্রীরা। উল্লেখ্য, বীরভূমের বাউল বাংলার সম্পদ।আর বাউল গান এবং সংস্কৃতি যেন একে অপরের পরিপূরক। বাউল সাধকরা ভক্তি ও প্রেমের মাধ্যমে মানুষের অন্তর খুঁজে বের করার চেষ্টা করেন। তাদের গান ধর্ম,প্রেম এবং জীবনবোধের গভীর বিষয়বস্তু নিয়ে চলে নিরন্তর সাধনা। বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী অংশ হিসেবে বাউল গান সমাজের অসাম্য, ভেদাভেদ এবং অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে কাজ করে। বাংলার বাউল সমাজের সাধারণত সাদামাটা জীবনযাপন। তাঁদের গানে প্রাকৃতিক সৌন্দর্য, মানবিক সম্পর্ক এবং আধ্যাত্মিকতার তত্ব উঠে আসে তাদের বাউল সুরে। বাংলার লোকসংস্কৃতি উৎসব এবং শৈল্পিক ধারা যেন বাউল গানের মাধ্যমে নতুন মাত্রা পায়, যা বাংলা সংস্কৃতির একটি চিরন্তন ঐতিহ্য। আজ প্রত্যেকটি বক্তার মধ্যে যেন এমন মনন সমৃদ্ধ কথাগুলি উঠে আসে। পরিবেশিত হয় বাউল গান। বহু শ্রোতা দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *