বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের নিজুড়ি গ্রামে শারদীয়া উৎসবের প্রাক্কালে পিছিয়ে পড়া অসহায় আদিবাসী শিশুদের হাতে বস্ত্র বিতরণ

শম্ভুনাথ সেনঃ

“দানে নয় উপহারে বিশ্বাসী” এই বার্তা নিয়ে বীরভূম জেলার সিউড়ি উপহার ওয়েলফেয়ার সোসাইটি শারদীয়া উৎসবের প্রাক্কালে অসহায় ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিশুদের হাতে উপহার রূপে তুলে দিল নতুন বস্ত্র। বিগত দশ বছর ধরে জেলা জুড়ে এই কাজটি করছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের এবারের থিম “উৎসবে ঈশ্বরলাভ”। শিব জ্ঞানে, জীব সেবা এই ভাবনা নিয়ে ২৯ সেপ্টেম্বর রবিবার থেকে শারদীয়া উৎসবে শিশুদের নতুন পোশাক দেওয়ার কাজ শুরু হল বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক প্রিয়নীল পাল। এদিন বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের
পুরন্দরপুর সংলগ্ন আদিবাসী প্রধান নিজুড়ি গ্রামে তপশীলি উপজাতি সম্প্রদায় ভুক্ত ৫০ জন শিশুদের হাতে পুজোর নতুন পোশাক উপহার রূপে তুলে দেওয়া হয়। নতুন বস্ত্র পেয়ে উল্লসিত হয় শিশুরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ জিষ্ণু ভট্টাচার্য,সমাজকর্মী সঞ্চারী শালুই, সুমন, সুস্মিতা প্রমুখ। জেলা জুড়ে এই উদ্যোগ আগামী মহালয়া অবধি ১৫০ জন শিশু-কিশোরদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *