শম্ভুনাথ সেনঃ
ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ নেহরু যুব কেন্দ্র, বীরভূম এর পক্ষ থেকে “স্বচ্ছতা হি সেবা” কর্মসূচিতে সামিল বীরভূমও। ভারত সরকারের “স্বচ্ছ অভিযান-২০২৪” এর থিম ‘স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা’। ইতমধ্যেই বীরভূমের মুরারই, নলহাটি, পারুই, সিউড়ি ১ নম্বর ব্লকের পানুরিয়া জেলার এমন বিভিন্ন এলাকায় এই কর্মসূচিতে সামিল হয়েছে নেহেরু যুবক কেন্দ্র। ২৯ সেপ্টেম্বর বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের কড়িধ্যা সৎসঙ্গ আশ্রম চত্বর আবর্জনার স্তুপ সরিয়ে আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এই স্বচ্ছতা অভিযানে হাত লাগিয়েছে সিউড়ি বেনীমাধব,কড়িধ্যা যদুরায়,নগরী হাইস্কুল,সিউড়ি বিদ্যাসাগর কলেজ পড়ুয়া সহ অন্যান্য বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আশ্রম চত্বর সুন্দর স্বচ্ছ হয়ে ওঠে। পরিচ্ছন্নতা এবং প্রকৃতি-পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিলো এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য। উপস্থিত ছিলেন কড়িধ্যা সৎসঙ্গ আশ্রমের কর্ণধার অনিল চক্রবর্তী, নেহেরু যুব কেন্দ্রের বীরভূম জেলা আধিকারিক রায়া দাস প্রমুখ।