
শম্ভুনাথ সেনঃ
রাত পোহালেই শারদীয়া দুর্গোৎসববের শুভারম্ভ। এবারও পশ্চিমবঙ্গ সরকার সারা রাজ্যের সাথে বীরভূমেও সর্বজনীন দুর্গাপূজা কমিটিগুলিকে উৎসাহ দানের লক্ষ্যে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সেরা হিসেবে চিহ্নিত করেছে। উল্লেখ্য, এবছর বীরভূমে মোট ৭৫ টি পুজো কমিটি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গতকাল ৮ ই অক্টোবর পঞ্চমী তিথিতে বিচারক মণ্ডলীর বিচারে ফলাফল ঘোষণা করেছে বীরভূম জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। জেলার সিউড়ি, রামপুরহাট, বোলপুর এই তিনটি মহকুমায় ৪ টি বিভাগে মোট ১২ টি পুজো কমিটিকে পুরস্কৃত করা হবে বলে ঘোষিত হয়। সেরা পূজোর ক্ষেত্রে সিউড়ি মহকুমার সাঁইথিয়া অরুণোদয় ক্লাব, রামপুরহাট মহকুমার তরুণের আহ্বান, বোলপুর মহকুমার জামবুনি সর্বজনীন দুর্গাপূজা সমিতি চিহ্নিত হয়েছে। এই বিভাগে পুরস্কার মূল্য ৫০,০০০ টাকা। সেরা প্রতিমা প্রতিযোগিতায় সিউড়ি মহকুমায় বড় বাগান প্রান্তিক সংঘ সর্বজনীন দুর্গাপূজা কমিটি, রামপুরহাট মহকুমায় হাটতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবং বোলপুর মহকুমার বাকুল জুভেনাইল ক্লাব, লাভপুর চিহ্নিত হয়েছে। এই বিভাগে পুরস্কার মূল্য রয়েছে ২০,০০০ টাকা। অন্যদিকে সেরা মণ্ডপ হিসেবে শিরোপা পেয়েছে সিউড়ি মহাকুমার দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন, রামপুরহাট মহকুমায় মল্লারপুর অগ্রণী সংঘ,বোলপুর মহকুমায় মকরমপুর সর্বজনীন দূর্গাপূজা কমিটি (বন্ধুমহল ক্লাব)। এই প্রতিযোগিতায় পুরস্কার মূল্য রয়েছে ৩০,০০০ টাকা। এছাড়া সেরা সমাজ সচেতন পুজো কমিটি হিসেবে সিউড়ি মহকুমায় চিহ্নিত হয়েছে সিউড়ি চৌরঙ্গী সর্বজনীন ক্লাব, রামপুরহাটের নবীন ক্লাব এবং বোলপুর স্কুলবাগান মহিলা সমন্বয় সমাজ কল্যাণ সমিতি। এই বিভাগে পুরস্কার মূল্য রয়েছে ১০,০০০ টাকা। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজই ৯ অক্টোবর স্থানাধিকারী পুজো কমিটি গুলিকে বিজয়ী স্মারক ও বিজয়ী ফ্লেক্স পাঠিয়ে দেওয়া হয়েছে। পুরস্কার মূল্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে জানানো হয়।