
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রাম পঞ্চায়েতে “হালসোত” একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে সরকার বাড়ির পারিবারিক দুর্গাপুজো এখন সর্বজনীন রূপ পেয়েছে। শুরু থেকেই পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পুজো অনুদান।বীরভূমের দুবরাজপুর ব্লকের ‘হালসোত’ গ্রামে সরকার বাড়ির এই পুজো এ বার ৪০৩ বছরে পড়ল। গ্রামে একটি মাত্র মৃন্ময়ী প্রতিমায় পুজো হয়। তা এখন সর্বজনীন রূপ নিয়েছে। চারদিন ধরে সারা গ্রামের মানুষ এই শারদোৎসবে মেতে ওঠেন। উল্লেখ্য, রাজনগরের প্রধান সেনাপতি ছিলেন শম্ভু শর্মা।তিনিই এই দুর্গাপূজার প্রতিষ্ঠা করেন। এখনও সেই সাবেকি প্রথায় একচালি মূর্তি নির্মিত হয়। বৈদিক মন্ত্রে হয় পুজোপাঠ। জমিদারি প্রথায় সেই আমল থেকেই পাঁঠা বলি হত।তবে সম্প্রতি বেশ ক’বছর ধরে পশু বলি বন্ধ হয়েছে। পরিবর্তে সেনাপতির সেই তলোয়ারে আজও হয় কুমড়ো বলি। সে কথায় জানান সরকার বাড়ির পরিবারের প্রধান তথা পুজো কমিটির সভাপতি ৮৬ বছর বয়সী ক্ষেত্রনাথ সরকার। পুজো কমিটির সম্পাদক বীরেন্দ্রনাথ সরকার জানিয়েছেন এবারও সরকারি পুজো অনুদান ৮৫ হাজার টাকা পাওয়া গেছে। সরকারি নির্দেশ মেনে পুজো প্যাণ্ডেল নির্মিত হয়েছে। গ্রামের দুঃস্থ পরিবারের শিশুদের এবং অসহায় মায়েদের মধ্যে বস্ত্র দান করা হবে। তাছাড়া নবমীর দিনে হবে প্রসাদ বিতরণ।