
দীপককুমার দাসঃ
১৪ অক্টোবর সিউড়ির প্রভাত জ্যোতিমর্য়ী কলেজে আমোদিনী বৃন্দাবন মন্ডল ট্রাষ্টের উদ্যোগে জেলার কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণী সভার দশম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়। এছাড়াও অনুষ্ঠান মঞ্চকে আলোকিত করেন পদ্মশ্রী রতন কাহার,পার্থ সারথি মুখোপাধ্যায়, শিবনাথ চট্টোপাধ্যায়, ডঃ কল্যাণ ভট্টাচার্য, অশোক সাহা, তপন গোস্বামী, অসীম দাস, অমিয়তোষ ঘোষ, লছমন বন্দোপাধ্যায় সহ বহু বিশিষ্ট শিক্ষক ও সমাজের বহুস্তরের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বীরভূমের থেকে যারা মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে বিভিন্ন স্থান অধিকার করেছে এবং নিট পরীক্ষায় সর্বভারতীয় স্তরে উত্তীর্ণ হয়ে চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করছে তাদের ব্যক্তিগতভাবে শ্যামাপ্রসাদ মন্ডলের উদ্যোগে আর্থিক সহায়তা এবং অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।এছাড়াও বিগত ১০ বছরে যারা পুরস্কারপ্রাপ্ত হয়েছেন তাদেরও সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে গাছ গ্রুপের পক্ষ থেকে সবুজায়নের লক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট অতিথি ও পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছ।