শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে “রাজ্যজুড়ে আইন শৃঙ্খলার অবনতি ও লাগাতার নারী নির্যাতন ও ধর্ষণ এবং খুনের ঘটনার প্রাতিবাদে “বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান” কর্মসূচী নেওয়া হয়। সুচি অনুযায়ী বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার মল্লারপুর সহ জেলার বিভিন্ন থানায় জেলা কংগ্রেসের পক্ষ থেকে ১৯ অক্টোবর বেলা ১১-১২টা পর্যন্ত এক ঘন্টা বিক্ষোভ ও থানা ঘেরাও ক’রে ডেপুটেশন দেওয়া হয়।
নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনায় সারা বাংলার ভাবমূর্তি আজ কালিমালিপ্ত, ধর্ষণের মতো সামাজিক রোগ আজ ক্রমবর্ধমান, পাশাপাশি রাজ্যের পুলিশ প্রশাসনের ভুমিকায় সাধারণ মানুষ আজ হতাশাগ্রস্ত। পরিস্থিতির প্রতিকার ও প্রতিবাদে এমনই বক্তব্য তুলে ধরেন কংগ্রেস কর্মীরা। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা, ছিলেন ময়ূরেশ্বর-১ নং ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী, জেলা যুব কংগ্রেস সাধারণ সম্পাদক বজরুল হক, জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল, সমীর দত্ত, ধীরেন দুলুই সহ পায়েল সুলতানা, মাধব দাস প্রমুখ নেতৃবৃন্দ।