
দীপককুমার দাসঃ

নৃত্যাঙ্গণ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা প্রয়াত টুলটুল আহমেদের জন্মদিন স্মরণে শনিবার সন্ধ্যায় সিউড়ি রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় নৃত্যের অনুষ্ঠান। তিন ঘণ্টার এই নৃত্যানুষ্ঠানে ভারতনাট্যম ও শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন নৃত্যাঙ্গণ বিদ্যানিকেতনের নৃত্যশিল্পীরা। অনবদ্য নৃত্যশৈলী, নৃত্যছন্দে দর্শকদের মুগ্ধ করে নৃত্যশিল্পীরা। নৃত্যাঙ্গণ বিদ্যানিকেতনের নৃত্য প্রশিক্ষিকা ডঃ চন্দ্রাবলী ঘোষাল বলেন, এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ টুলটুল আহমেদের ৫৮তম জন্মদিন উপলক্ষে শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে প্রায় ৭৫জন নৃত্য শিল্পী নৃত্য পরিবেশন করেন।
