শম্ভুনাথ সেনঃ
বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির বীরভূম জেলা কমিটির উদ্যোগে জেলা সদর সিউড়ি, বোলপুর, ইলামবাজার,
লাভপুর, ময়ূরেশ্বর, পাহাড়পুর এমন বিভিন্ন এলাকায় ১৬ অক্টোবর শুভ রাখী বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই দিনেই কবিগুরুর সৃষ্ট মহতি রাখী বন্ধন দুঃখ-যন্ত্রণাময় ও হিংসায় উন্মত্ত সমাজে শুভ বার্তা বহন করবে বলে উদ্যোক্তাদের অভিমত। উল্লেখ্য, এ বছর ( ২০২৪ ) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ১১৯ বছর পূর্ণ হল। ১৯০৫ সালে ব্রিটিশ শাসকদল বঙ্গ প্রদেশ কে দ্বিখণ্ডিত করার প্রচেষ্টার বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে ওঠে। তৎকালীন শাসকরা বাধ্য হয় সেই বঙ্গভঙ্গ রদ করতে। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গ ভঙ্গের বিরুদ্ধে এবং বাঙ্গালির সাংস্কৃতিক, বাঙ্গালীর ঐক্য, ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য এই বৃহৎ গণ আন্দোলন গড়ে তুলেছিলেন। জাত পাত ও ধর্মীয় বিভেদ ভুলে সোনার বাংলাকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়ে ১৬ অক্টোবর হরিদ্রাবনে তিন সুতোর রাখি বন্ধনের সূচনা করেন তিনি। ভাই ভাই এক ঠাই ভেদ নাই, ভেদ নাই এ মহতি মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সেদিন পালিত হয়েছিল রাখী বন্ধন। সেই রাখি বন্ধনের স্মরণে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির সদস্যরাও ১৬ অক্টোবর রাখি বন্ধন করেন এলাকায়।