৪ কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করলো বীরভূমের মুরারই থানার পুলিশ

শম্ভুনাথ সেনঃ

তাদের চালচলনে অসংগতি দেখে ৪ ডাকাতকে ধরে ফেলল বীরভূমের মুরারই থানার পুলিশ। গতকাল রাত্রে পুলিশের ডিউটি চলাকালীন রঘুনাথপুর মোড়ে বেশ কয়েকজনকে ঘোরাফেরা করা দেখতে পায় পুলিশ। পুলিশের গাড়ি কাছে আসতেই তারা পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে চারজন ধরা পড়ে,বাকিরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে কিছু অস্ত্র উদ্ধার হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে পুলিশ জানতে পারে। পরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজনের নাম কিষাণ সরকার (২২) বাড়ি নোয়াপাড়া মুর্শিদাবাদ। আর একজনের নাম সরফরাজ সেখ (২৬) বাড়ি মুরারই থানার জালিবাগান পাড়া। অন্য আরো দুই জনের নাম আল-আমিন সেখ (২৭) ও বাদাম সেখ (২৪)। এদের দুজনের বাড়ি মুরারই থানার বনরামপুরে। ২১ অক্টোবর অভিযুক্তদের রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়।

ছবি: দিপু মিঞা, মুরারই; বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *