
শম্ভুনাথ সেনঃ
মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন ও স্বনির্ভর করার লক্ষ্যে নেওয়া হয়েছে নানা সরকারী উদ্যোগ। বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের প্রাণীসম্পদ দপ্তরের পক্ষ থেকে স্থানীয় ২৫০ জন প্রাণীপালককে ২৬ অক্টোবর উন্নত প্রজাতির মুরগির ছানা তুলে দেওয়া হয়। প্রত্যেককে দেওয়া হয়েছে দশটি করে উন্নত প্রজাতির মুরগি ছানা। এদিন এলাকার মুহুরাপুর, গোড়সা, ডুমুরগ্রাম ইত্যাদি পঞ্চায়েত এলাকার মহিলা উপভোক্তারা এই মুরগি পেয়ে খুশি ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী, প্রাণিসম্পদ বিভাগের প্রাণী মিত্র সহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য আধিকারিকরা। মূলত মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে এই উন্নত প্রজাতির মুরগি ছানা বিতরণ করা হয়েছে বলে প্রাণিসম্পদ বিভাগের আধিকারিক চিকিৎসক অচিন্ত্য মহান্তি জানিয়েছেন।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম