শম্ভুনাথ সেনঃ
ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয়ের অধীনে মাই ভারতের প্রথম বার্ষিকী উপলক্ষে ২৭-৩০ অক্টোবর ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয়ের অধীন নেহেরু যুব কেন্দ্র বীরভূম এর উদ্যোগে দিওয়ালি উইথ মাই ভারত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে নেহেরু যুব কেন্দ্র বীরভূম এর উদ্যোগ ও চন্দনপুর কৃষ্টিতপা সংঘের পরিচালনায় আজ ৩০ অক্টোবর চন্দনপুর ও নিকটবর্তী মিনিস্ট্রিল সংলগ্ন দোকান ও বাজার এলাকায় চলে স্বচ্ছতা অভিযান। সেই সঙ্গে ব্যস্ততম ট্রাফিক মোড়গুলিতে মাই ভারতের স্বেচ্ছাসেবকেরা ভিড় নিয়ন্ত্রণ ও ট্রাফিক সম্পর্কে জনসাধারণকে সচেতন করে। দীপাবলির প্রাক্কালে যেহেতু বাজার এলাকায় অবাঞ্ছিত আবর্জনা জমা হয় সেগুলি ঠিক মতো পরিষ্কার করা হলে এলাকাবাসী এবং বাজার কর্তৃপক্ষের খুবই সুবিধা হবে বলে মনে করছেন যুব সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর সুভাষ মান্না। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল উৎসব উদযাপনের সময় সমাজের প্রতি অবদান রাখা তেমনি বাজার-হাট পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়।
ছবি: মোহাম্মদ আমিন নাশীদ, সিউড়ি, বীরভূম