শম্ভুনাথ সেনঃ
রাত পোহালেই কালীপুজো। আলোক মালায় সেজে উঠেছে সারা বাংলা। বীরভূমের দুবরাজপুর পুরশহরের এক নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজারে নেতাজী সংঘ ক্লাবের ৩১ তম শ্রী শ্রী শ্যামা পুজোর উদ্বোধন হলো আজ ৩০ শেষ অক্টোবর। এবার ক্লাবের শ্যামা পূজা ৩১ তম বছরে পদার্পণ করল। ফিতে কেটে, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পূজা উদ্বোধনের শুভারম্ভ হয়। উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন বীরভূম জেলার প্রাক্তন জেলা সভাধিপতি তথা সিউড়ি বিধানসভার বর্তমান বিধায়ক বিকাশ রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পাণ্ডে। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, কাউন্সিলর মানিক মুখার্জি, বনমালী ঘোষ, শিক্ষক অরিন্দম চ্যাটার্জি প্রমুখ। মুখকথা পরিবেশন করেন অধ্যাপক ড. রবিন ঘোষ। উদ্বোধনী সংগীত পরিবেশন করে শিশু শিল্পী দয়িতা দাস। তাছাড়া নৃত্য ও সংগীত এমন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্থানীয় শিশু শিল্পীরা। পৌরসভার পৌরপিতা পীযূষ পাণ্ডে তার বক্তব্যে ঘোষণা করেন আগামী বছর স্থায়ী মন্দিরেই হবে শ্যামা পূজা। এমন ঘোষনায় ক্লাব সদস্য সহ এলাকার মানুষ উল্লসিত হয়। উল্লেখ্য, ১৯৯৩ সালে এই নেতাজি সংঘ প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই ক্লাব শ্যামা মায়ের আরাধনায় ব্রতী।