বীরভূমের দুবরাজপুর গড়গড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর চক্রের গড়গড়া জগদীশচন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিতকুমার গড়াই আজ ৩০ অক্টোবর তাঁর ২৫ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসর নিলেন। তাঁর বিদায় কালীন অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত ছিলেন স্থানীয় দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা, সেইসঙ্গে চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ, অধ্যাপক ড. রবিন ঘোষ সহ দুবরাজপুর পুর এলাকার ১৬ টি বিদ্যালয়ের শিক্ষকরা। এদিন বক্তারা অসিত বাবুর শিক্ষকতা জীবনের নানান দিক তুলে ধরেন। উল্লেখ্য, অকৃতদার এই শিক্ষকের বিদ্যালয় ছিল তাঁর ধ্যান জ্ঞান স্বপ্ন। শিক্ষাদানের পাশাপাশি বিদ্যালয়টিকেও সাজিয়েছেন মানুষ গড়ার কারখানা হিসেবে। তাঁর নিজস্ব কোনো সন্তান না থাকলেও বিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরাই ছিল তাঁর কাছে সন্তান তুল্য। এমন ব্যক্তিত্বের বিদায় বেলায় পড়ুয়া থেকে গ্রামের অভিভাবকরা চোখের জলে তাঁকে বিদায় জানান। বিদায় বেলায় সমস্ত অভিভাবক-ছাত্র-ছাত্রীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। আজকের এই বিদায় বেলায় বেদনা ঘন মুহূর্তে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শিক্ষক তাপস দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *