
শম্ভুনাথ সেনঃ
আজ কালী পুজো। বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠে চলছে তারা অঙ্গে শ্যামার আরাধনা। আর সেই পুজো দেখতে পুর্ণার্থীদের ভীড় জমেছে তারাপীঠে। আজ ৩১ অক্টোবর দুপুর তিনটে সাত মিনিটে শুরু হয়েছে অমাবস্যা তিথি। অমাবস্যা শুরু হতেই মাতারাকে পুজো দেওয়ার জন্য অগণিত ভক্তের ভিড় জমেছে। সকাল থেকেই তারই প্রস্তুতি শুরু হয় তারাপীঠ মন্দিরে। এদিন ভোর সাড়ে চারটের সময় মা তারার শিলামুর্তিকে মহাস্নান করানো হয়েছে। তারপর মা তারাকে রাজবেশে সাজিয়ে মঙ্গল আরতি করা হয়। তারপরেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। ভোর থেকে মা তারাকে শ্যামা রূপে পুজো করা হচ্ছে। তারাপীঠে মা তারা সব দেবীর উর্ধ্বে। তাই তারাপীঠে কোন দেবী মূর্তি পুজোর চল নেই। সেই কারণেই মা তারা অঙ্গে শ্যামা পুজো অনুষ্ঠিত হচ্ছে আজ। দুপুরে ভাত, পোলাও, ডাল, পাঁচ রকম ভাজা, পাঁচ রকম তরকারি, মাছ, বলির পাঁঠার মাংস, শোল মাছ পোড়া, চাটনি, পায়েস, পাঁচ রকম মিষ্টি ও কারন বারি দিয়ে মা তারাকে মধ্যাহ্ন ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যা নাগাদ করা হবে সন্ধ্যা আরতি অনুষ্ঠান। তারপর খই, মুড়কি, লুচি, মিষ্টি দিয়ে শীতল ভোগ নিবেদন করা হবে। রাত্রি ১০ টা নাগাদ মা তারাকে স্বর্ণ অলঙ্কার ও ডাকের সাজে রাজ রাজেশ্বরী বেশে সাজানো হবে। তার পর শুরু হবে নিশি পুজো এবং বিশেষ আরতি। আজ সারারাত মন্দিরের গর্ভগৃহের দরজা খোলা থাকবে বলে তারাপীঠ মন্দির কমিটির সেবায়েতদের পক্ষ থেকে জানানো হয়।
