শম্ভুনাথ সেনঃ
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ৪১ তম প্রয়াণ দিবস যথোচিত মর্যাদায়, স্মরণ শ্রদ্ধায় বীরভূম জেলা জুড়ে উদযাপিত হয়। ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয় প্রতিটি অনুষ্ঠানে। জেলার ময়ূরেশ্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা ইন্দিরাজীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ইন্দিরা গান্ধীর জীবন আদর্শ নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ১ নং ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী, জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল, যুব কংগ্রেস কমিটির জেলা সাধারণ সম্পাদক বজরুল হক, ময়ূরেশ্বর বিধানসভার যুব কংগ্রেস কমিটির সভাপতি সাইফার সেখ, ব্লক কংগ্রেস কমিটির sc/st সেলের চেয়ারম্যান ধীরেন দুলুই, কানাচি অঞ্চল কংগ্রেস সভাপতি সাকাল সেখ ও অন্যান্য নেতৃবৃন্দ। অন্যদিকেবীরভূ মের ইলামবাজার ব্লক কংগ্রেস কার্যালয়ে ইন্দিরাজীর মৃত্যু দিন উপলক্ষে স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, ১৯৮৪ সালের এমন এক ৩১ অক্টোবর আজকের এই দিনটিতে নিজস্ব নিরাপত্তারক্ষীর গুলিতে প্রাণ হারান তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরাজী। এই দিনটি সারা ভারতবাসীর কাছে কালো দিন হিসেবে চিহ্নিত। তাঁরই স্মরণে, শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্য নিয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ বীরভূম জেলার সদর সিউড়ি, রামপুরহাট, বোলপুর এলাকায় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইন্দিরাজীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও তাঁর জীবন আদর্শ বক্তব্যে তুলে ধরেন বক্তারা। আগামী দিনে তাঁর আদর্শে পথ চলার নিদান দেন দলের কর্মকর্তারা। এদিন দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।