
শম্ভুনাথ সেনঃ
এবার থেকে ডাকবিভাগ পণ্য পৌঁছে দেবে গ্রাহকের কাছে। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুরে ৮ নভেম্বর “লজিস্টিক পার্সেল” এর উদ্বোধন হল। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম পোস্টাল সুপারিনটেন্ড সমীর চন্দ্র দাস সহ ডাক বিভাগের আধিকারিক ও কর্মীরা। উল্লেখ্য, এই লজিস্টিক পার্সেল ভারতীয় ডাক বিভাগের এক অভিনব সংস্করণ। বৃহৎ পার্সেল বহন করে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেবার এক নয়া উদ্যোগ। এজন্য পোস্টাল ডিপার্টমেন্টকে বিল পেমেন্ট করতে হবে। ৩ টন বা তার অধিক মাল যেমন ট্রান্সপোর্ট সিস্টেমে পৌঁছে দেয় তেমনি ভারতীয় ডাকবিভাগ প্রেরকের নানান পণ্য সামগ্রী নির্দিষ্ট পিকআপ পয়েন্ট থেকে সংগ্রহ করে গ্রাহকের ডেলিভারি পয়েন্টে গিয়ে পৌঁছে দেবে।

এদিন পুরন্দরপুরের এক প্রখ্যাত ব্যবসায়ী মৃণাল কান্তি ঘোষের এস.এন ভ্যারাইটি লক্ষ্মীভান্ডার দোকান থেকে তিন টন ওজনের ফার্টিলাইজার (সার)২৫ কিমি দূরবর্তী দীঘা গ্রামের জয়দেব ঘোষের বাড়িতে পৌঁছে দেন ভারতীয় ডাক বিভাগ। আগে ডাক বিভাগে এমন পার্সেল বহনের ব্যবস্থা ছিল না। ডাক বিভাগের এই নতুন প্রকল্পের নামকরণ করা হয়েছে “লজিস্টিক পোস্ট সার্ভিস”। বীরভূম জেলা তথা পশ্চিমবঙ্গ সার্কেলে এই প্রথম এই পরিষেবা ভারতীয় ডাক বিভাগ শুরু করল বলে জানিয়েছেন ভারতীয় ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট (বীরভূম ডিভিশন) সমীর চন্দ্র দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট গুনিন্দ্র পাঠক, মার্কেটিং এক্সিকিউটিভ অপূর্ব কৃষ্ণ গোস্বামী প্রমুখ। আগামী দিনে ডাক বিভাগ কর্তৃক গ্রাহককে আরো ভালো পরিষেবা দেবার কথা এদিন ঘোষণা করা হয়।
