আবাস যোজনার ঘর নিয়ে অভিযোগ: বীরভূমের মুরারইতে ডেপুটেশন দিল বাম-কংগ্রেস কর্মীরা

শম্ভুনাথ সেনঃ

আবাস যোজনার ঘর নিয়ে সারা রাজ্যজুড়ে অভিযোগের দীর্ঘ তালিকা। উপযুক্ত অসহায় গৃহহীন মানুষজন বাড়িঘর পাচ্ছেন না। অন্যদিকে শাসক দলের কর্মীরা স্বজন পোষণের কারণে বাড়ি থাকার ব্যক্তিরাও বাড়ি পাচ্ছেন। এমন অভিযোগ নিয়ে বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের কংগ্রেস ও সিপিএমের দলীয় কর্মীরা আজ ১৪ নভেম্বর স্থানীয় বিডিও এর নিকট একটি ডেপুটেশন জমা দেন। আবাস যোজনার তালিকায় যার নাম রয়েছে তা যেন সঠিকভাবে তদন্ত করা হয়,এবং যারা বাড়ী পাওয়ার যোগ্য তাদেরকে যেন বাদ না দেওয়া হয় এই মর্মে দলের কর্মীরা স্লোগান তুলে মিছিল করেন। শেষে মুরারই এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারীর নিকট একটি স্মারকলিপি জমা দেন।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *