
শম্ভুনাথ সেনঃ

আজ ১৪ নভেম্বর দিনটি “বিশ্ব ডায়াবেটিস দিবস” হিসেবে চিহ্নিত। বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১৪ নভেম্বর দিনটি পালিত হয়। সারা বিশ্বের সঙ্গে আমাদের বীরভূমেও CINI এবং আরোগ্য ওয়ার্ল্ড এর যৌথ উদ্যোগে এবং সিউড়ি ১ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় “কড়িধ্যা বিদ্যানিকেতন হাইস্কুলে” ডায়াবেটিস ও শিশু দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য কেন্দ্রের কমুউনিটি হেলথ অফিসার (কড়িধ্যা HWC) সুপর্ণা ঘোষ সহ এলাকার আশা কর্মী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা। এদিন মেয়েদেরকে কাউন্সিলিং করা হয়। পরে রক্তে পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস টেস্ট করা হয়।


অনুষ্ঠিত হয় পুষ্টি সম্পর্কে প্রদর্শনী। এদিন বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতার বার্তা দেন স্বাস্থ্য কর্মীরা। পরে একটি শোভাযাত্রা এলাকার সাধারণ মানুষকে রোগ সম্পর্কে সতর্ক ও সাবধানতার পরামর্শ দেন। উল্লেখ্য, বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বর দিনটিকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের দেওয়া সংজ্ঞায় বলা হয়েছে ডায়াবেটিস এমন এক দীর্ঘস্থায়ী অবস্থা রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার ফলে শরীরে কার্যকর ভাবে ইনসুলিন হরমোন তৈরি বন্ধ হয়ে যায়। উপসর্গ হিসেবে দেখা দেয় ঘনঘন প্রসাব, অত্যাধিক তৃষ্ণা, অত্যাধিক ক্ষুধা, দীর্ঘমেয়াদি জটিলতার মধ্যে স্ট্রোক, হার্ট অ্যাটাক এমন নানা রোগ। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে এদিন সাধারণ মানুষকেও সচেতন করা হয়।
