ডাইরিয়া আক্রান্ত লোকপুর এলাকা পরিদর্শনে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক

সেখ রিয়াজুদ্দিনঃ

বুধবার খয়রাসোল ব্লকের লোকপুরে ডাইরিয়া আক্রান্ত হয়ে মৃত্যুর খবরে নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ হিমাদ্রী আড়ি ডাইরিয়া আক্রান্ত লোকপুর পঞ্চায়েতের থানদের পাড়া পরিদর্শনে আসেন। সাথে মেডিকেল টিম, জল পরীক্ষার টিম, পিএইচইর পক্ষ থেকে ও দল আসেন। সিএমওএইচ স্থানীয় মানুষদের সঙ্গে আলোচনায় বসেন।

অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং স্বাস্থ্য দপ্তর সহ প্রশাসন সর্বদা পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন। ডাইরিয়ার বা যে কোনো ধরনের শারীরিক অসুবিধা দেখা দিলে আশা সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের তড়িঘড়ি খবর দেওয়া প্রয়োজনে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হবার ব্যবস্থা করা। কোনো অবহেলা করবেন না। যে পুকুরের জল ঘিরে আতঙ্ক সেই পুকুরটি স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে এদিন লাল ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয়। পোস্টার দিয়ে পুকুরের জল ব্যবহার করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া এলাকা জুড়ে চুন ব্লিচিং ছড়ানো হয়। পাশাপাশি মাইকিং করেও প্রচার করা হয় অযথা আতঙ্কিত না হওয়ার, পুকুরের জল ব্যবহার বন্ধের ব্যাপারে। সেই সঙ্গে বাড়ি বাড়ি মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে। যদিও দুটি মৃত্যু ঘিরে এবং অনেকের মধ্যে উপসর্গ দেখা দেওয়ায় পাড়া জুড়ে চোখে মুখে আতঙ্কের ছাপ। এদিন ও বমি পায়খানা উপসর্গ দেখা দেওয়ায় এ্যাম্বুলেন্স করে নিয়ে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় পনের জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়। সিএমওএইচ সহ অন্যান্য আধিকারিকগন পুকুরটির চতুর্দিকে ঘুরে দেখেন এবং জলটা যে দুষিত তার অনেক কিছুই প্রমাণ রয়েছে হাতের সামনে বলে মেডিকেল টিমের বক্তব্য। পুকুরটি সংস্কারের ব্যাপারে সিএমওএইচ খয়রাসোল বিডিওকে বলেন।

পাশাপাশি পানীয় জলের ব্যাপারে ও আলোকপাত করেন। লোকপুর থানার পাশাপাশি পিএইচই দপ্তরের পক্ষ থেকেও ট্যাঙ্কের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ হিমাদ্রী আড়ি, খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ সৌমেন্দু গাঙ্গুলি, লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ, নাকড়াকোন্দা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ সব্যসাচী রায়, লোকপুর পঞ্চায়েত প্রধান রূপা গোপ, শিক্ষক উজ্জ্বল হক কাদেরী, সমাজসেবী কাঞ্চন কুমার দে সহ বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী, পঞ্চায়েত সদস্য ও কর্মীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *