প্রয়াত তৃণমূল নেতা অনাদি মন্ডল খয়রাসোলে

সেখ রিয়াজুদ্দিনঃ

দীর্ঘ রোগভোগের পর বার্ধক্য জনিত কারণে শুক্রবার প্রয়াত হলেন খয়রাসোল ব্লকের তৃণমূল নেতা অনাদি মন্ডল। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৫ বছর। পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।দুবরাজপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়মিত চিকিৎসা চলছিল। দিনকয়েক আগে থেকেই অবস্থার অবনতি হয়। শুক্রবার খয়রাসোলের বসতবাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে তৃণমূল নেতৃত্ব সহ দলীয় কর্মীরা ভীড় জমায়। পাশাপাশি দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা মরদেহ মাল্যদান করে সমবেদনা জ্ঞাপন করেন। পরবর্তীতে মরদেহ খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে মরদেহে দলীয় পতাকা জড়িয়ে এবং ফুল মালা দিয়ে স্মরণ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন কুমার দে। এছাড়াও তৃণমূল নেতৃত্ব হিসেবে ছিলেন সেখ জয়নাল, সেখ জুলফিকার আলী, দেবদাস নন্দী, সপ্তম গোপ, উৎপল ব্যানার্জি, পার্থসারথি মন্ডল সহ দলীয় কর্মীবৃন্দ। এক সাক্ষাৎকারে তৃণমূল কোর কমিটির সদস্য কাঞ্চন কুমার দে বলেন আমরা খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস এক যোগ্য নেতৃত্বকে হারালাম। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই ব্লক নেতৃত্ব হিসেবে দায়িত্ব পালন করেন। তার আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *