৫০ লক্ষ টাকা মুক্তিপণ! পুলিশি তৎপরতায় ধরা পড়ল অভিযুক্ত

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের পাড়ুই এলাকার এক রেশন দোকানের ছেলেকে অপহরণ। পুলিশি তৎপরতায় অপহৃত যুবক উদ্ধার, পাশাপাশি মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিনেমার কায়দাতে ফোনে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। না দিলে বা পুলিশ, প্রশাসন, নেতা এমন কাউকে জানালে কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। অপহৃত যুবকের নাম সেখ আজাহারউদ্দিন। ফোনে এমন হুমকি পেয়েও পরিবার গোপনে খবর দেয় বীরভূমের পাড়ুই থানায়। বুদ্ধিমত্তার সাথে পুলিশী তৎপরতায় এই ঘটনায় সাফল‍্য মিলেছে।
অন্যদিকে মূল অভিযুক্ত আব্দুল আজিম ওরফে সেখ তাজিম গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাকে সিউড়ি আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। বীরভূমের পাড়ুই থানার বড় মহুলারা গ্রামের সেখ আজাহারউদ্দিনকে তারই চেনা-জানা এক আত্মীয়ের দোকানেরই কর্মচারী আব্দুল আজিম ১৫ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় চা খেতে যাওয়ার নাম করে আজহারউদ্দিনকে তার বাইকে চাপিয়ে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পরই অপহরণকারী ৬ সদস্যের একটি অপেক্ষারত দল জোর করে আজাহারউদ্দিনকে গাড়ীতে তুলে নেয়। বাইকটি চালিয়ে নিয়ে যায় আব্দুল আজিম। তারপর রাত ন’টা নাগাদ পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে আজহারউদ্দিনের বাড়িতে ফোন করা হয়। ভয় পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয় অপহৃতের পরিবার। তারপরই একসাথে তদন্তে নামে জেলা পুলিশ প্রশাসন। রাতেই দুবরাজপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *