
শম্ভুনাথ সেনঃ
কবিগুরুর শান্তিনিকেতনে ২৫ নভেম্বর পৌষমেলা নিয়ে বৈঠক করলো রাজ্য প্রশাসন ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন পৌষমেলা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন সহ বিশ্বভারতীর আধিকারিকেরা এবং সেই সঙ্গে রাজ্য সরকারের হয়ে উপস্থিত ছিলেন বোলপুর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল সেখ ও বীরভূম পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকরা। বিশ্বভারতী সূত্রে জানা গেছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ একত্রিত হয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারো মেলা করছে তাই রাজ্য সরকারের কাছ থেকে কি কি সুযোগ-সুবিধা পাওয়া যাবে সেই সমস্ত বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। এছাড়াও একাধিক বিষয় রয়েছে যে সমস্ত বিষয়গুলি রাজ্য সরকারকে নিয়েই এই পৌষ মেলা করতে হয় সেই সমস্ত বিষয়গুলিকে নিয়েও আলোচনা করা হয় এদিন।
